ইতালির দক্ষিণাঞ্চলীয় ফৌজ্জিয়া শহরের একটি ক্যাম্পে আগুনে পুড়ে দুই অভিবাসী নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটে। বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকি বাচ্চু সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তবে এ বিষয়ে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি। এ ঘটনার পর ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন অভিবাসীরা। এছাড়া রোমের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জানা যায়, ক্যাম্পটিতে ১৫০ জন আফ্রিকান কৃষিশ্রমিক ছোট-ছোট তাবু করে বসবাস করতেন। গত ১ মার্চ জায়গাটি খালি করার জন্য প্রশাসন অভিবাসীদের উচ্ছেদ করার চেষ্টা চালায়।তবে ধারণা করা হচ্ছে, উচ্ছেদের একপর্যায়ে অবৈধ ব্যবস্থা নিতে গিয়ে এ ঘটনা ঘটতে পারে। ওই ক্যাম্পে কোনো বাংলাদেশি ছিলেন কি-না নিশ্চিত হওয়া যায়নি।বিএ/জেআইএম
Advertisement