বিনোদন

অস্কার জিতলেন যারা

শেষ হয়ে গেল ৮৯তম আসরের অস্কার বিজয়ীদের নাম ঘোষণা। শেস হলো সকল অপেক্ষা-অবসানের। হলিউডের ডলবি থিয়েটারে বালাদেশ সময় সোমবার ভোর ৬টার দিকে বসেছিলো অস্কারের ৮৯তম আসর। এবারের আসরে ছয়টি অস্কার জিতে নিয়ে রেকর্ড করেছে ডেমিয়েন স্যাজেলের পরিচালিত ‘লা লা ল্যান্ড’ ছবিটি। আর ‌‘ম্যানচেস্টার বাই দ্য সি’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ক্যাসি অ্যাফ্লেক। ‘লা লা ল্যান্ড’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন।এছাড়াও যেসব বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়েছে সেগুলো হলো : সেরা ছবি : মুনলাইটসেরা পরিচালক : ড্যামিয়েন স্যাজেল (লা লা ল্যান্ড)সেরা পার্শ্ব অভিনেতা : মাহারশালা আলী (মুনলাইট)সেরা পার্শ্ব অভিনেত্রী : ভায়োলা ডেভিস (ফেঞ্চেস)কস্টিউম ডিজাইন : ফ্যান্টাস্টিক বিস্ট অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেমডকুমেন্টারি ফিচার : ও.জে. : মেইড ইন আমেরিকামেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং : সুইসাইড স্কোয়াডশব্দ সম্পাদনা : অ্যারাইভালডকুমেন্টারি শর্ট : দ্য হোয়াইট হেলমেটস লাইভ অ্যাকশন শর্ট : সিংঅ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে : মুনলাইটঅ্যানিমেটেড ফিচার : জুটোপিয়াঅ্যানিমেটেড শর্ট : পাইপারভিজ্যুয়াল ইফেক্টস : দ্য জাংগল বুকসেরা বিদেশি ছবি : দ্য সেলসম্যানসিনেমাস্কোর : লা লা ল্যান্ডসেরা গান : সিটি অব স্টার (লা লা ল্যান্ড)সেরা সিনেমাটোগ্রাফি : লা লা ল্যান্ডসেরা প্রোডাকশন ডিজাইন : লা লা ল্যান্ডমৌলিক চিত্রনাট্য : ম্যানচেস্টার বাই দ্য সিছবি সম্পাদনা : হ্যাকসো রিজশব্দ মিশ্রণ : হ্যাকসো রিজপ্রসঙ্গত, এবারের আসরেই অস্কায় জয়ের আক্ষেপ ঘুচলো মুসলিম অভিনয় শিল্পীদের। ‘মুনলাইট’ ছবি দিয়ে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার জিতে নিয়েছেন মাহারশালা আলী। সেইসঙ্গে অস্কার জয়ী প্রথম মুসলমান অভিনেতা হিসেবেও নিজের নামটি লিখিয়ে নিলেন অস্কারের অন্য রকম ইতিহাসে। এলএ

Advertisement