দেশজুড়ে

খুলনা বিভাগে এবার জ্বালানি পরিবহনেও ধর্মঘট

বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের পর এবার অনির্দিষ্টকালের ট্যাংক লরি ধর্মঘটের ডাক দিয়েছে খুলনার জ্বালানি সেক্টরের চারটি সংগঠন।  রোববার ভোর ৬টা থেকে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে বিভাগের ১০ জেলায় সকল প্রকার জ্বালানি তেল ট্যাংক লরিতে বহন ও সরবরাহর ওপর ধর্মঘটের ডাক দেয় খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন।  শনিবার সন্ধ্যা ৭টায় ট্যাংক লরি ভবনে চারটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত এক সভায় ধর্মঘটের সিদ্ধান্ত নেন শ্রমিক নেতারা। বাংলাদেশ তেল পরিবেশক সমিতি, ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন ও পদ্মা মেঘনা যমুনা ট্যাংক লরি শ্রমিক কল্যাণ সমিতি খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘটে সমর্থন জানান। সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী। সাধারণ সম্পাদক এনাম মুন্সির পরিচালনায় সভায় বক্তব্য দেন আলহাজ হাবিবুর রহমান, শেখ ফরহাদ হোসেন, শেখ মুরাদ হোসেন, মুক্তিযোদ্ধা আবুল কালাম কালু, গাজী হাফিজুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, শেখ মিরাউল ইসলাম, শেখ জামিরুল ইসলাম, শেখ জাহাঙ্গীর হোসেন, মো. ফারুক দিদার, আ. মান্নান খান, কাজী রফিকুল ইসলাম নন্টু, শেখ শহিদুল ইসলাম, মো. মিজানুর রহমান মিজু, এমদাদুল হক, মিজানুর রহমান, মো. আহের আলী প্রমুখ। খুলনা বিভাগীয় ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বলেন, জামির হোসেনের বিচার প্রক্রিয়া সঠিকভাবে হয়নি। একজন চালক জেলহাজতের চিন্তা মাথায় নিয়ে গাড়ি চালাতে পারে না। তাতে সড়কে দুর্ঘটনা আরো বৃদ্ধি পাবে। জামির হোসেনের সাজার বিষয়টি ফের বিবেচনা করে তাকে মুক্তি দেয়ার দাবি জানান তিনি। ২০১১ সালে মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীসহ পাঁচজন নিহতের মামলায় গত বুধবার  চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।   এ রায়ের প্রতিবাদে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি শনিবার দুপুরে জরুরি সভা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট আহ্বান করে। ৩৪টি বেসিক ইউনিয়নের নেতাকর্মীদের বিক্ষোভের মুখে পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়। আলমগীর হান্নান/আরএআর/আরআইপি

Advertisement