বেসরকারি ব্যবস্থাপনায় প্রাকনিবন্ধন শুরুর মাত্র পাঁচদিনেই হজগমনেচ্ছুদের জন্য সংরক্ষিত কোটার অতিরিক্ত প্রাকনিবন্ধন সম্পন্ন হয়েছে। আজ (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত মোট এক লাখ ৩৭ হাজার ২০৮ জন হজগমনেচ্ছু প্রাকনিবন্ধন সম্পন্ন করেন।চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে হজে পাঠানোর জন্য কোটা বরাদ্দ রয়েছে মোট এক লাখ ১৭ হাজার ১৯৮ জনের। সে হিসেবে ইতোমধ্যেই নির্ধারিত কোটার অতিরিক্ত ২০ হাজার হাজি প্রাকনিবন্ধন করেছেন।২০১৬ সালে মোট প্রাকনিবন্ধনকারীর মধ্যে ২০১৭ সালের জন্য প্রাকনিবন্ধিত হজগমনেচ্ছু ছিলেন ৩৭ হাজার ৪৯৪ জন। গত ১৯ ফেব্রুয়ারি থেকে মোট এক হাজার ৯৭টি এজেন্সির মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনার প্রাকনিবন্ধন শুরু হয়।ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের পবিত্র হজপালনে সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারিত রয়েছে।গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে হজের সরকারি ব্যবস্থাপনায় দুটি ও বেসরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজ অনুমোদিত হয়।সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় এবার তিন লাখ ৮১ হাজার ৫০৮ টাকা ও প্যাকেজ-২ এর আওতায় তিন লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ পড়বে।এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় খরচ হবে এক লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা। তবে বেসরকারি ব্যবস্থাপনায় মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া, ব্যক্তিগত খরচ, খাওয়া, কুরবানিসহ আনুষঙ্গিক আরও কিছু খরচ যুক্ত হবে।এমইউ/বিএ
Advertisement