আন্তর্জাতিক

সমলিঙ্গের প্রতি আকর্ষণ স্বাভাবিক

ভারতে স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন এক গণবিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে সমলিঙ্গের প্রতি আকর্ষণকে তাদের ভাষায় স্বাভাবিক বলে বর্ণনা করা হয়েছে। তবে দেশটিতে সমকামিতা এখনো বেআইনিই থাকছে। খবর বিবিসির। আইন সংশোধন বা পরিবর্তন ছাড়াই প্রাথমিক প্রজনন স্বাস্থ্য বিষয়ক শিক্ষার কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, কম বয়সী ছেলেমেয়েদের বিপরীত লিঙ্গ কিংবা সমলিঙ্গের কারো প্রতি আকর্ষণ বোধ করাটা স্বাভাবিক।তবে, সম্পর্কের ক্ষেত্রে সমলিঙ্গ কিংবা বিপরীত লিঙ্গের মধ্যে যাই হোক না কেন তা বিশ্বাস এবং সম্মানের ভিত্তিতে হতে হবে। সম্পর্কের ক্ষেত্রে জোর করা চলবে না। কেউ যদি অসম্মতি জানায় তবে তার অনুভূতিকে সম্মান দেখাতে হবে উল্লেখ করা হয়েছে।দেশটির ২৬ কোটিরও বেশি কমবয়সী ছেলেমেয়েদের জন্য নতুন একগুচ্ছ শিক্ষা উপকরণে স্বাস্থ্য মন্ত্রণালয় এসব নির্দেশনা দিয়েছে।এতে আরো বলা হয়েছে, কোন ঘটনায় বা আবেগে ছেলে শিশু বা কিশোরদের কান্নাকাটির বিষয়টি অস্বাভাবিক নয়। ভারতীয় উপমহাদেশে ছেলেদের কান্নাকে দুর্বলতা বা ব্যক্তিত্বের সংকট বলে তামাশা করা হয়। কারো অনুভূতি নিয়ে এভাবে হাসি তামাশা ঠিক নয়। টিটিএন/পিআর

Advertisement