একুশে বইমেলা

গুগলের পেটে আঁকা ভূগোলের ম্যাপ থেকে দুটি কবিতা

এ সময়ের তরুণ কবি ও লেখক শাহাদাৎ শাহেদ। অমর একুশে বইমেলায় আসছে তার কিশোর কবিতার বই ‘গুগলের পেটে আঁকা ভূগোলের ম্যাপ’। এটিই তার প্রথম কিশোর কবিতার বই। বইটি থেকে দুটি কবিতা পাঠকের সামনে তুলে ধরা হলো- কিশোর কবিতা- ১বাঁশবাগানের মাথার ওপর আর ওঠে না চাঁদমাইক্রোস্কোপে চেয়ে দেখি চাঁদের গায়ে খাদ,রঙিন ঘুড়ির ওড়াউড়ি দেখছি না তো আরমঙ্গলে আজ যায় নভোযান—ঘুড়ির কি দরকার!মেঘের কণা রংধনু হয় প্রিজম হয়ে ফেরকম্পিউটার গ্রাফিক্সে-ই রংধনু হয় ঢের।লালপরি আর নীলপরিরা এখন অনেক দূরেআকাশজুড়ে রকেটগুলো গ্রহান্তরে ঘুরে।খেঁকশেয়ালের হাঁক শোনাটা এখন শুধু গল্প। না?এলিয়েনের ছা-র সাথে কি চ্যাট করা যায়? কল্পনা।****রংয়ের খেলাসকাল যখন লম্বা হয়ে ঠিক দুপুরে মিলে—ইলিক-ঝিলিক রোদের ছিটা খায় ছায়াকে গিলে।রোদের ছিটায় ধ্যান ভেঙে হায়! খোকার চোখে আলোধ্যানের ভেতর কী দেখে সে? বন্ধ চোখে কালো?কালো দেখুক, আলো দেখুক, লাল গোলাপি নীল-ইখোকন রে তুই মায়ের পেটে, জানিস কেমন ছিলি?চোখ ধাঁধানো হলুদ সবুজ আর আকশি সাদা—রংয়ের দুয়োর খুললে কী আর রং রাখা যায় বাঁধা!রংয়ের ছিটায় এই পৃথিবী অন্যরকম সাজেসেই সাজানোর মওকা কোথায়? নিজের মনের মাঝে।মনের গায়ে রং মাখাতে গেলাম সঙ্গোপনেমনটি তখন হরিণ হয়ে ছুটছে গভীর বনে।চটপটে ওই হরিণ শাবক এদিক-ওদিক ছোটেতার মায়াবী বদন দেখে পাখি ডেকে ওঠে।হুক্কাহুয়া শেয়াল ডাকে ঝোপের আড়াল থেকেভয়ের চোটে দৌড়ে হরিণ ছোটে এঁকেবেঁকে।ক্লান্ত যখন হরিণ শাবক বন পেরিয়ে গাঁয়—হাত বাড়িয়ে অপেক্ষাতে খোকন সোনার মা’য়।প্রচ্ছদ ও অলঙ্করণ : শামীম আরেফীন  প্রকাশনী : ঘাসফুলস্টল নং : সোহরাওয়ার্দী উদ্যান-৬৪৪ ও লিটল ম্যাগ কর্নার-২এসইউ/এমএস

Advertisement