সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সোমবার বিশেষ আদালতে ছিলেন প্রায় সাড়ে চার ঘণ্টা। এ সময় তিনি মাত্র এক কাপ চা খেয়েছেন।ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে জিয়া অরফানেজ মামলার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল সোমবার। বেলা ১১ টা ১১ মিনিটে বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হন।এরপর খালেদা জিয়া বেলা ৩টা ৩৫ মিনিটে বিশেষ আদালত ছেড়ে চলে যান।বেলা ১টা ৫০ থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত লাঞ্চের বিরতি দেন আদালত।এ সময় বেগম খালেদা জিয়াকে এক কাপ চা খেতে দেখা যায়।লাঞ্চে যাওয়ার আগে বিচারক হাস্যরস করে খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, আমি হাইপারের রোগী।সময়মতো না খেলে আমার সমস্যা হতে পারে।আমি যদি মারা যাই বেগম খালেদা জিয়াকে প্রধান আসামি করে মামলা করব। আর এর সাক্ষী হবেন সকল ইউনিফর্ম পরা সদস্যরা। তিনি আরও বলেন, আমার কাছে এমন কোন খাবার নেই যা আপনাকে খেতে দেব। জেএ/ওআর/পিআর
Advertisement