জাতীয়

শনিবার সারাদেশে বিক্ষোভ

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সকল চুক্তি বাতিল ও বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে সাত দফা দাবি বাস্তবায়নে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে পুলিশের হামলার প্রতিবাদে আগামী ২৮ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে কমিটি।এছাড়া ২৫ ফেব্রুয়ারি সারাদেশে রাজপথে অবস্থান কর্মসূচি এবং ১১ মার্চ খুলনা মহানগরীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ২টা) হরতাল কর্মসূচি পালনের পর এ ঘোষণা এলো।কর্মসূচি ঘোষণা দেয়ার আগে বিক্ষোভ সমাবেশে আনু মুহাম্মদ বলেন, সরকার বলছে আমরা বাঘ রক্ষার জন্য আন্দোলন করছি। পরিবেশ যদি বাঘ, পাখি, গাছ নিরাপদ না হয় তাহলে মানুষের জন্য কীভাবে নিরাপদ হবে।এর আগে বেলা ২টা পর্যন্ত হরতালের সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল ৯টার দিকে পুলিশের ধাওয়ায় শাহবাগ মোড় ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এরপর পৌনে ১০টার দিকে পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের সঙ্গে পুরিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও জলকামান থেকে গরম পানি নিক্ষেপ করতে দেখা যায়।এএস/এএসএস/জেইউ/এনএফ/জেআইএম

Advertisement