আন্তর্জাতিক

স্যামসাং প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দুর্নীতির অভিযোগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন হাইয়ের অভিশংসনের পর তার শুনানি শুরু হয়েছে। ওই দুর্নীতি কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে স্যামসাংয়ের বৈধ উত্তরাধিকারী লি জাই ইয়োংকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। খবর বিবিসির।পার্ক গুয়েনের বন্ধু চই সুন সিলের অলাভজনক প্রতিষ্ঠানে অনুদান দেওয়ার অভিযোগে স্যামসাং প্রধান অভিযুক্ত হয়েছেন। রাজনৈতিক সহযোগিতা পাওয়ার উদ্দেশে ওই অনুদান দেওয়া হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার লিকে বিশেষ প্রসিকিউটরদের মুখোমুখি করা হবে। তবে এ বিষয়ে স্যামসাংয়ের তরফ থেকে কোনো মন্তব্য করা হয়নি। টিটিএন/এমএস

Advertisement