মরক্কোতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় বোরকা তৈরি ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ তথ্য জানিয়েছে। সরকারিভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে বোরকা উৎপাদনকারী ও বিক্রয়কারীদের কাছে লিখিত নোটিশের মাধ্যমে বোরকা তৈরি এবং তা গার্মেন্টসগুলোতে বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র পুরো মুখ ঢেকে বোরকা পরার ক্ষেত্রেই বলা হয়েছে। দেশটিতে অধিকাংশ মুসলিম নারীই মুখ না ঢেকে হিজাব বা নেকাব পরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে মরক্কোর এলই৩৬০ নিউজ সাইট জানিয়েছে, সব শহর এবং রাজ্য শহরগুলোতে বোরকা আমদানি, উৎপাদন এবং গার্মেন্টসগুলো বোরকা বাজারজাতকরণ নিষিদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই এই পদক্ষে নেওয়া হয়েছে। অপরাধীরা বোরকা পরে বারবার অপরাধ করছে। আর বোরকা পরার কারণে তাদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। টিটিএন/পিআর
Advertisement