আন্তর্জাতিক

জেরুজালেমে লরি হামলাকারী আইএসের সমর্থক

জেরুজালেমে লরি হামলার ঘটনায় ৪ সেনা নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জানিয়েছেন, সব লক্ষণ দেখে বোঝাই যাচ্ছে চার সেনার হত্যাকারী ওই ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক। তবে এই অভিযোগের বিপরীতে যথাযথ প্রমাণ দিতে পারেননি প্রধানমন্ত্রী। খবর বিবিসির। এক ফিলিস্তিনি এক দল সেনা সদস্যের ওপর লরি হামলা চালিয়ে চার সেনাকে হত্যা করেছে। পরে পুলিশের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়।  পুলিশ জানিয়েছে, হামলায় তিন নারী এবং এক পুরুষ নিহত হয়েছেন। এদের সবার বয়স ২০য়ের মধ্যে। ওই ঘটনায় আরো ১৭ জন আহত হয়েছে। সেনাদের ওপর হামলা চালানো ওই ব্যক্তির নাম ফাদি কুনবার। বয়স ২৮ বছর। তিনি পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি জাবেল মুকাবের জেলার বাসিন্দা। টিটিএন/এমএস

Advertisement