শিক্ষা

বছরের শুরুতেই নতুন বই

নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক উৎসবের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী। এ উপলক্ষে রাজধানীর ১৫টি স্কুলের শিক্ষার্থীদের আসর বসেছে আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে। উৎসবের আয়োজন করেছে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।রোববার সকাল সাড়ে ৯টায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবির কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সরেজমিনে দেখা গেছে, সব শিক্ষার্থীর হাতে একটি করে নতুন বই দিয়ে এই আয়োজনকে আরো বর্ণিল করা হয়েছে। উৎসবের আমেজে যেন অন্যরকম আবহে রূপ নিয়েছে আজিমপুর গালর্স স্কুল অ্যান্ড কলেজ মাঠ।জানা গেছে, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ, গভ. ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ধানমন্ডি গভমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, ওয়েস্টার্ন স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল অ্যান্ড কলেজসহ ১৫টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলায় পাঠ্যপুস্তক উৎসব মুখরিত হয়ে ওঠে।এ উপলক্ষে বিভিন্ন রঙের বেলুন ও হরেক রকমের পোশাকে সজ্জিত শিক্ষার্থীরা অংশ নিয়েছেন এ আয়োজনে। তাদের সুশৃঙ্খলভাবে মাঠে বসানোর দায়িত্ব পালন করছেন খোদ শিক্ষকরাই।জানা গেছে, দিনব্যাপী এই আয়োজনকে উৎসবমুখর করে তোলার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি নানা উপস্থাপনা থাকবে বর্ণিল এই আয়োজনে।বছরের প্রথম দিনই সারা দেশে প্রায় ৩৬ কোটি ২২ লাখ বই দেয়ার কথা জানিয়েছে এনসিটিবি।এমএম/এমএমজেড/আরআইপি

Advertisement