সাহিত্য

বাংলাদেশ রাইটার্স ক্লাবের দিনব্যাপী কবিতার কর্মশালা

‘বাংলা ছন্দের পুনর্পাঠ’ নামে দিনব্যাপী এক কবিতার কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ রাইটার্স ক্লাব। আগামী শুক্রবার (২৩ ডিসেম্বর) এই কর্মশালা অনুষ্ঠিত হবে।১৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে নিবন্ধন। চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে বাংলাদেশ রাইটার্স ক্লাবের শাহবাগের অফিসে গিয়ে নিবন্ধিত হওয়া যাবে। এছাড়া মুঠোফোনেও নিবন্ধিত হওয়া যাবে।নিবন্ধনের সময় যেসব তথ্য প্রয়োজন : নিজের নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজের ১ কপি ছবি। নিবন্ধন ফি ৫০০ টাকা। কর্মশালার সূচি২৩ ডিসেম্বর, শুক্রবারপ্রথম অধিবেশন:: উদ্বোধনী৯.৩০ - ৯.৩৫ : স্বাগত ভাষণ, নিশাত খান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ রাইটার্স ক্লাব৯.৩৬ - ১০.০০ বাংলা ছন্দের পুনর্পাঠ, ধারণাপত্র ড. মাসুদুজ্জামান১০.০১ - ১০.১৫ :: প্রধান আলোচকের বক্তব্য ড. মোহাম্মদ সাদিক, ১০.১৬ - ১০.২৫ : সভাপতির বক্তব্য, মুহম্মদ নূরুল হুদা, সভাপতি, বাংলাদেশ রাইটার্স ক্লাব।১০.২৬ -১০.৫৫ : বাংলা ছন্দের পুনর্পাঠ, অক্ষরবৃত্ত , ড. বিমল গুহ১০.৫৬ - ১২.২৫ : অনুশীলনী১২.২৬ - ১২.৪৫ : দলীয় উপস্থাপনা১২.৪৫ - ২.০০ : বিরতি (মধ্যাহ্নভোজ)দুপুর ২.০১ : বিকাল ৪.৩০ দ্বিতীয় অধিবেশন : মাত্রাবৃত্ত২.০১ - ২.৩০ বাংলা ছন্দের পুনর্পাঠ, মাত্রাবৃত্ত, ঝর্ণা রহমান।২.৩১ - ৪.১৫ : অনুশীলনী৪.১৬ - ৪.৩০ : দলীয় উপস্থাপনাবিকাল ৪.৩১ - সন্ধ্যা ৭.০০তৃতীয় অধিবেশন : স্বরবৃত্ত৪.৩১ - ৫.০০ : বাংলা ছন্দের পুনর্পাঠ, স্বরবৃত্ত ড. তপন বাগচী৫.০১- ৬.৪০ : অনুশীলনী৬.৪১ - ৬.৫৫ দলীয় উপস্থাপনা৬.৫৬ - ৭.০০ সভাপতির সমাপনী বক্তব্য, মুহম্মদ নূরুল হুদা, সভাপতি, বাংলাদেশ রাইটার্স ক্লাব।এআরএস/পিআর

Advertisement