জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, বাল্যবিয়ে বন্ধে মেয়েদের ১৮ বছরের বিধান রেখেই আইন পাস করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডেপুটি স্পিকার বলেন, মানুষ অসত্য তথ্য দিয়ে কন্যাশিশুদের অল্প বয়সে বিয়ে দেয়ার যে প্রতারণা করার চিন্তা করেছে, এ আইনের ফলে সে সুযোগ আর থাকছে না।সোমবার দুপুরে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের মানুষের মধ্যে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডেপুটি স্পিকার।এ সময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল হালিম টলস্টয়, গণ-উন্নয়ন কেন্দ্রের পরিচালক আঞ্জুম নাহীদ চৌধুরী লাকী, আবু সায়েম রিশাত, ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মণ্ডল প্রমুখ।বিশ্ব খাদ্য কর্মসূচির অর্থায়নে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ-উন্নয়ন কেন্দ্র ফুলছড়ি উপজেলার উড়িয়া, উদাখালী, এরেন্ডাবাড়ি ও ফুলছড়ি ইউনিয়নের ১ হাজার ২২০ পরিবারের মাঝে ১ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করবে। প্রত্যেক পরিবার তিন মাসে ৪ হাজার টাকা করে ১২ হাজার টাকা সহায়তা পাবে।জিল্লুর রহমান পলাশ/এএম/পিআর
Advertisement