নাজমুল হক নজীর ৭০ দশকের বাংলা ভাষার অন্যতম কবি। ২৩ নভেম্বর তার প্রথম মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। তিনি ১৯৫৫ সালের ২৫ সেপ্টেম্বর ফরিদপুর জেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন। ‘স্লোগানের কবি’ নাজমুল হক নজীরের কবিতায় উঠে এসেছে রোমান্টিকতা, দ্রোহ চিন্তা, গভীর জীবনবোধ এবং যাপিত জীবনের নানা অনুসঙ্গ। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী এই কবি তাঁর কবিতায় খোদাই করেছেন মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা এবং তাঁর ‘কালো জোছনার এক চুমুক’ কাব্যগ্রন্থে তুলে ধরেছেন যুদ্ধদিনের বর্ণনা। এ কাব্যগ্রন্থের বেশির ভাগ কবিতায় রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা। কবিতায় সহজ প্রকাশভঙ্গি নাজমুল হক নজীরের কবিতার একটি উল্লেখযোগ্য দিক। কবির বিখ্যাত কবিতা ‘আয়নায় আপন অবয়ব’, ‘নোনা জলের বাসিন্দা’, ‘ভোর হতে আর কতোক্ষণ’। কবির সবচেয়ে আলোচিত কাব্যগ্রন্থ ‘নোনা জলের বাসিন্দা’। আর এ কাব্যগ্রন্থের বহুল পঠিত পঙক্তি- ‘তোমাকে পাওয়া আজ শক্ত কাজ/তার চেয়ে জানুক দেয়াল/জানুক রাজপথ/ভালোবাসার পদাবলি নিয়ে/এই পথে এইখানে ভীড় করেছি কতোবার’। এছাড়া ‘স্বৈরিণী স্বদেশ’, ‘কালো জোছনার এক চুমুক’, ‘কার কাছে বলে যাই’, ‘ঘুরে দাঁড়াই স্বপ্ন পুরুষ’, ‘স্বপ্ন বাড়ি অবিরাম’, ‘এভাবে অবাধ্য রঙিন’, ‘ভিটেমাটি স্বরগ্রাম’ প্রভৃতি তাঁর কাব্যগ্রন্থ। ‘সাধনার ফসল’, ‘আবার শ্লোগান’, ‘ইষ্টি কুটুম মিষ্টি কুটুম’ কবির ছড়ার বই ও সম্পাদিত গ্রন্থ। গাজী খোরশেদুজ্জামানের কিশোর কবিতা এবং ফরিদপুর অঞ্চলের ইতিহাস বিষয়ক গবেষণা গ্রন্থ ‘আমাদের ফরিদপুর-১ অঞ্চল’। কবির ৮টি কাব্যগ্রন্থ, ৩টি ছড়া, ১টি ইতিহাস গ্রন্থ, ১টি সম্পাদিত গ্রন্থ, নির্বাচিত কবিতা ও কবিতা সমগ্র প্রকাশ হয়েছে। এছাড়া সনাতন ধর্মে বিশ্বাসীদের মধ্যে মতুয়া মতবাদে অনুসারীগণের জন্য কবি বেশকিছু গান লিখেছেন। জীবদ্দশায় কবির শ্রেষ্ঠ সম্মাননা ভারত থেকে রাহিলা সাহিত্য পুরস্কার। এছাড়া কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, কবি খান মুহম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কার, কবি গোবিন্দ চন্দ্র দাস স্মৃতি পদক, শ্রী হরিদর্শন পুরস্কার, আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার, গীতিকার ক্লাব সম্মাননা, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সম্মাননা, মেরিট অব ডিএক্স পুরস্কার, নির্ণয় কবি বাবু ফরিদী স্মৃতি পদক, মির্জা আবুল হোসেন পদক প্রভৃতি। নাজমুল হক নজীরের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ২৭ নভেম্বর আলোচনা সভা ও কবিতা পাঠের মধ্যদিয়ে তাঁকে স্মরণ করবে কবি নজীর একাডেমি। বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর.সি মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এ স্মরণ সভা।এসইউ/এনএইচ/পিআর
Advertisement