আন্তর্জাতিক

সুপারমুনে মগ্ন বিশ্ব

১৯৪৮ সালের পর আজ পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল উজ্জ্বলতম চাঁদ। এই বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্বের কোটি কোটি চন্দ্রপিপাসু মানুষ। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সোমবার পূর্ণিমার রাতে কাছাকাছি এসেছে চাঁদ ও পৃথিবী। সৌর জগতের গ্রহ পৃথিবী ও পৃথিবীর উপগ্রহ চাঁদের গড় দূরত্ব তিন লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। আজ সেই দূরত্ব ২৭ হাজার ৮৮৯ কিলোমিটার কমে হয় তিন লাখ ৫৬ হাজার ৫১১ কিলোমিটার। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যানুযায়ী, কোনো পূর্ণিমার দিনে পৃথিবী ও চাঁদকে এতো কাছে শেষ দেখা গিয়েছিল; প্রায় ৬৯ বছর আগে। সে সময় উভয়ের মধ্যে একটু বেশি দূরত্ব কমেছিল; ২৭ হাজার ৯৩৮ কিলোমিটার। আবার এটি দেখা যাবে ৩ হাজার ৩৪ সালে।বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাওয়া সুপারমুনের ছবি...চন্দ্র চলে এসেছে পৃথিবীর কাছাকাছি। ফের এমন দৃশ্য দেখতে হলে দেড় যুগেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হবে চন্দ্রপিপাসুদের। তাই তো আনন্দে বুনো উল্লাস দুই চন্দ্রপ্রেমিকের।কাজাখস্তানের বাইকোনুরে সাবেক সোভিয়েত রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ভাস্কর্যের সামনের এই দৃশ্য ধারণ করেছেন এক চন্দ্রপ্রেমিক।এসআইএস

Advertisement