যুক্তরাষ্ট্রের হ্যাম্পশায়ারের তিনটি শহরে স্থানীয় সময় সোমবার রাত বারোটায় ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রথা অনুযায়ী ওই শহরগুলোর বাসিন্দারাই সবার প্রথমে ভোটে অংশ নেন। হ্যাম্পশায়ারের ডিক্সভিলে নচে শহরের ভোটে হিলারি পেয়েছেন ৪ ভোট এবং ট্রাম্প ২ ভোট। অপরদিকে, গেরি জনসন এবং মিট রোমনেই ১ ভোট করে পেয়েছেন। ওই শহরে ট্রাম্পের চেয়ে ২ ভোটে এগিয়ে আছেন হিলারি।মিলসফিল্ড শহরে ১৬ ভোট পেয়ে এগিয়ে আছেন ট্রাম্প। সেখানে হিলারি পেয়েছেন মাত্র ৪ ভোট এবং বার্নি স্যান্ডার্স ১ ভোট। অপরদিকে, হার্টস লোকেসনে হিলারি ট্রাম্পের চেয়ে ৩ ভোটে এগিয়ে আছেন। ওই শহরে হিলারি পেয়েছেন ১৭ ভোট এবং ট্রাম্প ১৪ ভোট। অপরদিকে, জনসন ৩ এবং স্যান্ডার্স পেয়েছেন ২ ভোট। তিন শহরের মধ্যে দু’টি শহরেই জয়ী হয়েছেন হিলারি। টিটিএন/এমএস
Advertisement