ফ্রান্সের ক্যালে শহরের জঙ্গল ক্যাম্প থেকে সব শরণার্থীকে সরিয়ে নেয়া হয়েছে- কর্তৃপক্ষের বক্তব্য এমন হলেও বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আসলে ওই ক্যাম্পের ভিতরে এখনো কয়েকশ মানুষ রয়ে গেছেন। প্রায় ২শ শিশু ওই ক্যাম্পে রয়ে গেছে যাদের ঘুমানোর জায়গা পর্যন্তও নেই বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে ৩০ জনের মতোর একটি গুদামে জায়গা হয়েছে, বাকিদের ভাগ্য সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি। ফ্রান্স সরকার এক বিবৃতিতে উল্লেখ করেছে, প্রায় ৫ হাজার ৬শ শরণার্থীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এর মধ্যে দেড় হাজারের মতো শিশুও রয়েছে। এই ক্যাম্পের বেশিরভাগই ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন। ক্যাম্পটিকে ইউরোপের শরণার্থী সঙ্কটের প্রতীক বলে মনে করা হচ্ছে। কর্তৃপক্ষের শঙ্কা এমন ক্যাম্প থেকে শরণার্থীদের সরিয়ে নেয়া হলেও তারা হয়তো আবার সেখানে ফিরে আসার চেষ্টা চালাবেন। এনএফ/আরআইপি
Advertisement