ইফতেখার চৌধুরী পরিচালিত ‘ওয়ান ওয়ে : এক রাস্তা’ ছবিটি আগামীকাল শুক্রবার (২১ অক্টোবর) মুক্তি পাচ্ছে দেশব্যাপী। এই খবর নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘দ্য অ্যাড্রেস’। নির্মাতা ইফতেখার চৌধুরী জানান, ‘গত কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেয়ার কথা ছিলো। কিন্তু সার্বিক দিক বিবেচনা করে মুক্তির তারিখ স্থগিত করা হয়। এখন সবকিছু জেনে-বুঝে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ২১ অক্টোবর ছবিটি মুক্তি দেওয়া হবে।’প্রযোজনা সূত্রে জানা গেছে, ছবিটি সব মিলিয়ে এখন পর্যন্ত ৯২টি হলে মুক্তি পেতে যাচ্ছে। সামনে হলের সংখ্যা আরো বাড়তে পারে।ছবিটিতে দুই নায়ক আনিসুর রহমান মিলন ও বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববি। ববি জাগো নিউজকে বলেন, ‘এটি একটি মৌলিক গল্পের ছবি। দর্শক কোনো দেশের কোনো ছবির সঙ্গে গল্পের মিল পাবেন না। আশা করি দর্শক ভালো একটি ছবি দেখতে পাবেন।’ অ্যাকশন-থ্রিলারধর্মী গল্পে নির্মিত ছবিটি নিয়ে বাপ্পি চৌধুরী বলেন, ‘তিনটি মানুষের রহস্যজনক জীবনযাপন ও থ্রিলার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এই ছবিতে দেখা যাবে এক গডফাদারকে। সে সবকিছুর কলকাঠি নাড়ে। ওয়ান ওয়ে একেবারেই ফুল অব এন্টারটেইনমেন্ট প্যাকেজে নির্মিত হয়েছে। খুব পরিশ্রম করে ছবিটি বানিয়েছেন ইফতেখার চৌধুরী। আমরাও চেষ্টা করেছি সাদ্যমত চরিত্রের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে। আশা করি ছবিটি দর্শকদের ভালো লাগবে।’আরেক নায়ক আনিসুর রহমান মিলন জানান, ‘একটি চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করেছি এই ছবিতে। পরিচালকও যত্ন করে ছবিটি বানিয়েছেন। প্রত্যাশা আছে ভালো সাড়া পাবে ছবিটি।’ছবিতে মিলন, ববি ও বাপ্পি ছাড়াও অভিনয় করেছেন ড্যানি সিডাক, শিমুল খান, সীমান্ত, রেবেকা।এলএ/এবিএস
Advertisement