আন্তর্জাতিক

মসুল শহর পুনরুদ্ধারে অভিযান শুরু

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে ইরাকের মসুল শহর পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইরাক সরকার নিয়ন্ত্রিত সেনাবাহিনীও মসুল পুনরুদ্ধারের এই যুদ্ধে অংশ নিয়েছে। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল। ২০১৪ সালে শহরটি দখল করে আইএস। তখন থেকেই আইএসের নিয়ন্ত্রণে চলছিল শহরটি। জাতিসংঘ সতর্ক করে বলছে, শহরটি আইএস দখল করার কারণে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। এছাড়া এর কারণে ১২ লাখ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মসুলই ছিল আইএসের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি। আইএসের কাছ থেকে শহরটি পুনরুদ্ধার করা গেলে সেটা হবে জঙ্গিদের বড় পরাজয়। মার্কিন প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টার জানিয়েছেন, এটা আইএসের পরাজয়ের অন্তিম মুহূর্ত। এদিকে, সোমবার সকালে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেন, ‘জয়ের সময় এসেছে। মসুলকে স্বাধীন করার যুদ্ধ শুরু হয়েছে। মসুলকে উদ্ধারের জন্য অভিযান শুরু হয়েছে। আজ আমি ঘোষণা দিচ্ছি যে, খুব শিগগিরই আপনাদের আইএসের হাত থেকে রক্ষা করব।’টিটিএন/এমএস

Advertisement