বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা থাইল্যান্ডের রাজা ভূমিবল মারা গেছেন। রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ৮৮ বছর বয়সে রাজা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৭০ বছর থাইল্যান্ডের রাজতন্ত্রে থাকা রাজা ভূমিবল দেশটিতে ব্যাপক জনপ্রিয় ছিলেন। দেশটিতে বেশ কয়েকবার রাজনৈতিক সংকট ও বিদ্রোহ দমন করে স্থিতিশীলতা নিয়ে এসেছেন তিনি। চলতি বছর বেশ কয়েকবার স্বাস্থ্য জটিলতা দেখা দেয় রাজার। এরপরে জনসমক্ষেও তাকে দেখা গেছে অল্প কয়েকবার। ২০১৪ সালের পরে এক ব্রিদোহের পর থেকে থাইল্যান্ডে সামরিক শাসন অব্যাহত রয়েছে। রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ৩টা ৫২মিনিটে মৃত্যু হয়। এর আগে, রোববার রাজপ্রাসাদ থেকে জানানো হয়, রাজার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। এসআইএস/পিআর
Advertisement