জাতীয়

হোসনি দালানে ভক্তদের ভীতি অনেকটাই কমেছে

রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে গত বছর মহররম উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনা ঘটে। বোমা হামলা-পরবর্তী সময়ে ভক্তদের মধ্যে ভীতি কাজ করলেও বর্তমানে তা অনেকটাই কমে গেছে। ভক্তরা নির্বিঘ্নে আসছেন বলে জানিয়েছেন হোসনি দালান ইমামবাড়ার সুপারিনটেনডেন্ট এম এম ফিরোজ হোসেন।মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ঘটনাটি সবার মনেই আঘাত দিয়েছে। ভক্তদের উপস্থিতি আগের থেকে কম হলেও এখন ভয়ভীতি অনেকাংশে কেটে গেছে। এছাড়া গতবারের ঘটনা মাথায় রেখে এবার পুরো প্রস্তুতি নেওয়া হয়েছে।গত বছর মহররমের ৮ তারিখ রাতে হোসনি দালানের মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন নিহতসহ কমপক্ষে ১২ জন আহত হন।

Advertisement

এদিকে আগামীকাল বুধবার (১২ অক্টোবর) মহররম মাসের ১০ তারিখ পবিত্র আশুরা। দিবসটি উপলক্ষে বুধবার ইমামবাড়ার হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের হবে। মিছিলকে কেন্দ্র করে ইতোমধ্যে নিরাপত্তাসহ সব প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হোসনি দালান কর্তৃপক্ষ।ফিরোজ হোসেন জানান, পুলিশি নির্দেশনায় ইতোমধ্যে হোসনি দালানের দেয়ালের প্রাচীরে কাঁটাতার, আর্চওয়ে গেট ও ৩২টি সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া হোসনি দালানের ভেতরে ২০০ ভলান্টিয়ার এবং মিছিলের সময় ৪০০ ভলান্টিয়ার নিরাপত্তা বিধানে কাজ করবে।সম্প্রতি হোসনি দালানের নিরাপত্তার বিষয়ে এক সংবাদ সম্মলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, পবিত্র আশুরা উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আগতদের প্রথমে গেটে, এরপর মাঝে ও ইমামবাড়ায় ঢোকার সময়ও দেহ তল্লাশি করা হবে।এআর/আরএস/আরআইপি