জাতীয়

কুড়িগ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন সৈয়দ শামসুল হক

কুড়িগ্রামে চিরনিদ্রায় শায়িত হবেন সৈয়দ শামসুল হক

কুড়িগ্রামের নিজ গ্রামে চির নিদ্রায় শায়িত হবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। আগামীকাল (বুধবার) সেনাবাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ কুড়িগ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সৈয়দ শামসুল হকের পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়েছেন।কবির মৃত্যু সংবাদ শুনে ইউনাইটেড হাসপাতালে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ শিল্প ও সাহিত্যাঙ্গনের খ্যাতনামা ব্যক্তিত্বরা ছুটে যান। সেখানেই কবির পরিবারের সদস্যরা এ তথ্য জানান।এর আগে আজ (মঙ্গলবার) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৈয়দ শামসুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।সৈয়দ শামসুল হকের মৃত্যুতে শিল্প ও সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।এএসএস/আরএস/আরআইপি

Advertisement