বাংলাদেশস্থ জাপান দূতাবাস, জাপান ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল এনটিভির যৌথ উদ্যোগে জাপানের সর্বকালের অন্যতম সফল চলচ্চিত্র ‘তোরা-সান’স সানরাইজ এন্ড সানসেট’ প্রচার হতে যাচ্ছে এনটিভিতে। আগামী ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে ছবিটি। পরবর্তীতে এই সিরিজের আরও দু’টি ছবি প্রচার করা হবে বলে জানিয়েছে চ্যানেলটির কর্তৃপক্ষ। হাস্যরসের সঙ্গে মানবতাবোধে পরিপূর্ণ এই ছবি দর্শককে কখনো হাসাবে, কখনো কাঁদাবে। তোরা সান নামের এক ভবঘুরের ব্যর্থ প্রেমের কাহিনি আর পরিবারের কথা নিয়ে গড়ে উঠেছে এই ছবির গল্প। যে প্রায় সময়ই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর হঠাৎ ইটোকিওর শহর তলীর নিজ বাড়িতে হাজির হয়। ছবির চরিত্রগুলোর গভীরতা আর আবেগ এই ছবিটিকে দীর্ঘদিন ধরে রাখে প্রেক্ষাগৃহে। ১৯৬৯ সালে প্রথমবার নির্মাণের পর তুমূল জনপ্রিয়তার ধারাবাহিকতায় তোরা সানকে নিয়ে মোট ৪৮টি পর্ব নির্মাণ করা হয়েছে ১৯৯৫ সাল পর্যন্ত। ১৯৯৭ সালে এর একটি বিশেষ পর্বও প্রদর্শিত হয়।জাপান ফাউন্ডেশনের সহায়তায় এনটিভিতে প্রচারিতব্য বাংলায় ডাবিংকৃত ‘তোরা সান’ সিরিজের তিনটি নির্বাচিত ছবি কেবল বিনোদনই নয়, বরং জাপানের সংস্কৃতি এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন দিকের সঙ্গে বাংলাদেশের দর্শকদের পরিচয় করিয়ে দিবে বলে বিশ্বাস এই চলচ্চিত্র প্রদর্শনীর সঙ্গে জড়িত সকলের। এই সিরিজের আরো দু’টি পর্ব যথা- ‘ তোরা সানস মেনিস্পি¬ন্টার লাভ’ এবং ‘তোরা সান গোজ নর্থ’ প্রচার করবে এনটিভি।এলএ/আরআইপি
Advertisement