আন্তর্জাতিক

পাক-ভারত উত্তেজনায় উদ্বিগ্ন ব্রিটেন

পাকিস্তান এবং ভারতের মধ্যে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেছে ব্রিটেন। সম্প্রতি উরির সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ১৮ সেনার মৃত্যুর পর দু’দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দু’দেশই একজন অন্যজনকে পাল্টা হুমকি দিচ্ছে। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।রোববার পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত থমাস ড্রিউ বলেছেন, উরি হামলার বিষয়ে পাকিস্তান-ভারতের মধ্যে চলমান উত্তেজনা শান্ত হোক, এটাই চায় ব্রিটেন। ড্রিউ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে লাহোরে এক বৈঠকে অংশ নিয়েছেন। ওই বৈঠকে উরি হামলা, দু’দেশের পারস্পরিক আগ্রহ, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের বর্তমান অবস্থা সম্পর্কে আলোচনা করেছেন তারা।ড্রিউ আরো বলেছেন, অন্যান্য দেশের মত ব্রিটেনও চায় ভারত এবং পাকিস্তানের চলমান উত্তেজনা থেমে যাক। ব্রিটেন দু’দেশের মধ্যে তৈরি অস্থিরতা নিয়ে বেশ উদ্বিগ্ন। বিশ্বের যে কোনো দেশের জন্যই এমন পরিস্থিতি মানবাধিকার লঙ্ঘন করে বলে উল্লেখ করেছেন তিনি। টিটিএন/এবিএস

Advertisement