ভিসা ডেবিট কার্ড চালু করল রাষ্ট্রায়ত্ত সোনালি ব্যাংক লিমিটেড। এর ফলে তার এক কোটি গ্রাহক এই সেবা পাবেন। কার্ডধারীগণ দেশব্যাপী ৫ হাজারেরও অধিক এটিএম বুথ থেকে টাকা তোলা এবং বাইশ হাজার পয়েন্ট অব সেল (পস) থেকে স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন। সরকারি মালিকানাধীন দেশের সর্ববৃহৎ সোনালী ব্যাংক-এর ১২০০’র অধিক শাখার মাধ্যমে গ্রাহকগণকে অাধুনিক প্রযুক্তিনির্ভর উন্নত সেবা নিশ্চিত করার নানামুখি উদ্যোগ নেওয়া হয়েছে। ভিসা ডেবিট কার্ড ব্যাংক-গ্রাহক সম্পর্ককে আরো নিবিড় করবে। সোনালী ভিসা ডেবিট কার্ড গ্রাহককে নগদ টাকা বহনের ঝুঁকি থেকে মুক্ত করবে, পাশাপাশি ২৪ ঘন্টা টাকা উত্তোলনের সুযোগ থাকবে।এছাড়া সরাসরি তাৎক্ষণিক হিসাব ডেবিট হওয়ার কারনে গ্রাহক তার হিসাবের স্থিতি জানতে পারবেন, পাবেন মিনি স্টেটমেন্ট। লেনদেনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে অত্যন্ত নির্ভরযোগ্য ‘ভিসা নেট’ এর মাধ্যমে। তাই গ্রাহকের হিসাবের স্বচ্ছতা নিশ্চিত হবে। সোনালী ব্যাংক ভিসা ডেবিট কার্ডধারিগণ ভিসার প্রচলিত সকল সেবা ও বোনাস পাবেন।এসএ/আরএস/পিআর
Advertisement