যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের বার্লিংটনের একটি শপিংমলে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। স্থানীয় সময় শুক্রবার রাতে ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর এএফপির। ক্যাসকেড নামের ওই শপিংমল এবং এর আশেপাশের অন্যান্য দোকানগুলো নিরাপত্তার কারণে বন্ধ করে দেয়া হয়েছে। সন্দেহভাজন হামলাকারীকে ধরতে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে। তবে একজন বন্দুকধারীই ওই হামলা চালিয়েছে কিনা এবং হামলার পেছনের তার উদ্দেশ্য কি ছিল সে বিষয়টি এখনো পরিষ্কার নয়। সিটেল টাইমসের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন এক বন্দুকধারীকে শপিংমলের কাছাকাছি ইন্টারস্টেট-৫ নামের একটি রাস্তা দিয়ে পালিয়ে যেতে দেখা গেছে। ওয়াশিংটনের অঙ্গরাজ্যের পেট্রোলের মুখপাত্র মার্ক ফ্রান্সিস এক টুইট বার্তায় জানিয়েছেন, গোলাগুলির ঘটনায় বেঁচে যাওয়াদের কাছাকাছি একটি গির্জা সরিয়ে নেয়া হয়েছে। তিনি জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারী ব্যক্তি ধূসর রংয়ের হিস্পানিক পুরুষের পোশাকে ছিলেন। ফ্রান্সিস আরো জানান, ওই বন্দুকধারী বা বন্দুকধারীরা পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। টিটিএন/পিআর
Advertisement