আন্তর্জাতিক

ফিলিপাইনে ৬.৩ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। তবে ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ভূমিকম্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা। শনিবার স্থানীয় সময় সকাল ৬টা ৫৩ মিনিটে দাভাও শহরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৬২ কিলোমিটার। কিন্তু এ থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ। হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্প থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই। টিটিএন/পিআর

Advertisement