রংপুরের ছেলে লিমন। সংগীতে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে ১৯৯৯ সালে রংপুরে গড়ে তোলেন ব্যান্ড উইংস। স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ২০০৩ সালে ঢাকায় আসেন লিমন। নাম লেখান স্টার সার্চ প্রতিযোগিতায়। এ প্রতিযোগিতায় একক শিল্পী হিসেবে সেরা গীতিকার ও সংগীত পরিচালকের পুরস্কারটি জিতে নেন তিনি। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান একতার-এ সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। ২০০৫ সালে লিমনের সুরে প্রকাশিত হয় আইয়ুব বাচ্চু, জেমস ও আসিফের মিক্সড অ্যালবাম ‘উড়ু উড়ু মন’। তবে লিমনের ক্যারিয়ারে অনন্য মাত্রা যোগ করে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ চলচ্চিত্রে ‘জেলখানার চিঠি’ গানটি। এরপর আরো বেশ কিছু গান দিয়ে শ্রোতাদের মন মাতিয়েছেন। সম্প্রতি প্রাণ ফুডসের আয়োজনে লিমন নতুন করে সংগীতায়োজন করে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি লাকী আখন্দের জনপ্রিয় তিনটি গানে। সেগুলো নিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রেদওয়ান রনি। ভিডিওগুলো প্রকাশ পাবে আজ বুধববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। লাকী আখন্দের তিনটি গান নিয়ে কাজ করা প্রসঙ্গে জাগো নিউজের সঙ্গে অনেক কথা বললেন লিমন। সঙ্গে ছিলেন লিমন আহমেদ, ছবি তুলেছেন মাহবুব আলম
Advertisement
জাগো নিউজ : কেমন আছেন?লিমন : খুব ভালো আছি। চমৎকার একটি কাজ শেষ করতে পেরেছি। খুব ভালো লাগছে। জাগো নিউজ : লাকী আখন্দের গান প্রসঙ্গে বলছেন?লিমন : জ্বি। কাজটির জন্য যখন আমাকে বলা হলো তখন থেকেই খুব টেনশনে ছিলাম। আসলে টেনশন বলাটা ঠিক হবে না; এটা উত্তেজনা। লাকী ভাই আমার কাছে, আমাদের কাছে বিরাট এক অনুপ্রেরণার নাম। তাকে চোখে দেখতে পারাটাও আমার মতো শিল্পীর জন্য আশীর্বাদ মনে করি। সেখানে তার গান, সুরে নতুন করে কাজ করে সেগুলো নতুনভাবে সবার সামনে নিয়ে আসা। এতো স্বপ্ন পূরণের চেয়েও বেশি প্রাপ্তি। জাগো নিউজ : কোন তিনটি গান নিয়ে ট্রিবিউট করেছেন?লিমন : এখানে আসলে একটা মধুর বিড়ম্বনা হয়েছে। লাকী ভাইয়ের প্রায় সব গানই জনপ্রিয়। সেগুলোর কিছু তিনি লিখেছেন, কিছু তিনি সুর করেছেন। কিছু নিজে গেয়েছেনও। তাই কোন তিনটি গানকে নতুন করে রিম্যাক করা হবে সে নিয়ে অনেক ভাবতে হয়েছে আমাদের। অবশেষে ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘আগে যদি জানতাম’ এবং ‘আমায় ডেকো না’। জাগো নিউজ : কাজের অভিজ্ঞতাটা কেমন?লিমন : দারুণ। লাকী ভাইয়ের সুর ও গায়কীর প্রতি সর্বোচ্চ সম্মান রেখে গানগুলোকে একান্তই আমার নিজের মতো করে তৈরি করেছি। খুব ভালো লাগতো যদি লাকী ভাইয়ের সঙ্গে গাইতে পারতাম। প্রার্থনা করি গানের এই গুণী মানুষটি সুস্থ হয়ে আবারো গানে ফিরবেন। তার সঙ্গে আমার মতো নতুন প্রজন্মের মানুষেরা গান করার সুযোগ পাবো। জাগো নিউজ : আপনার গান লাকী আখন্দ শুনেছেন?লিমন : আমার দুর্ভাগ্য যে আমি নিজে গিয়ে লাকী ভাইকে আমার গলার তার গানগুলোর কপি তুলে দিতে পারিনি। তবে প্রাণ ফুডসের আজিম ভাই, রেদওয়ান রনি ভাই, কুল এক্সপোজারের টিংকু ভাই আমাকে বলেছেন গানগুলো শুনে লাকী ভাই খুব খুশি হয়েছেন। আমার জন্য দোয়া করেছেন। আমি দু-একদিনের মধ্যেই তার কাছে যাবো। সম্ভব হলে তার পাশে বসে তাকে তার গান গেয়ে শোনাবো। আল্লাহর রহমতে তিনি বেশ ভালো আছেন। হাসপাতালে শুয়েও গিটার বাজিয়ে গান গেয়েছেন। এমন প্রাণশক্তির শিল্পীকে হারিয়ে ফেলাটা হবে অপার বেদনার।জাগো নিউজ : ভিডিওগুলো দেখেছেন? আপনার গায়কীর সঙ্গে দৃশ্যায়নের কম্বিনেশনটা কেমন লাগলো?লিমন : রনি ভাই বস মানুষ। উনার নির্মাণ সবসময়ই পরিপাটি হয়। প্রথমবারের মতো তিনি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। নিজের অভিজ্ঞতার সবটুকু ঢেলে দিয়েছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। মডেল হিসেবে যারা ছিলেন প্রত্যেকেই মুগ্ধ করবেন দর্শক- এটা আমার বিশ্বাস।জাগো নিউজ : এবার আপনার গানের খবর বলুন?লিমন : ঈদের পর একটি একক অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। এখানে ৮টি গান থাকবে। বেশিরভাগ গানই আমি লিখেছি, সুর করেছি। সংগীতায়োজনও আমার। অ্যালবাম ও লেভেলের নাম এখনো ঠিক হয়নি। আর কিছু চলচ্চিত্রে গানের কথা হচ্ছে। জাগো নিউজ : ধন্যবাদ আপনাকেলিমন : আপনাকেও ধন্যবাদ। দোয়া করবেন সবাই লাকী আখন্দের জন্য। নতুন গানের ভিডিওগুলো সবাই দেখবেন ও শেয়ার করবেন। এই গানগুলোর মাধ্যমে ইউটিউবে যে আয় হবে তা লাকী আখন্দের চিকিৎসায় ব্যয় করা হবে।এলএ/এবিএস