ধর্ম

কুরবানি প্রসঙ্গে সাহাবাদের প্রশ্নোত্তরে বিশ্বনবি

কুরবানি প্রসঙ্গে সাহাবাদের প্রশ্নোত্তরে বিশ্বনবি

সাহাবায়ে কেরাম একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলেন, কুরবানি কি? কুরবানি কি আমাদের শরিয়তের বিধান? এবং এ কুরবানি আদায়ে কোনো সাওয়াব আছে কিনা? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ সব প্রশ্নের সুস্পষ্ট উত্তর দিয়েছেন। তা উল্লেখ করা হলো-হজরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবাগণ তাঁকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই কুরবানি কি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন, ‘এটা তোমাদের পিতা হজরত ইবরাহিম (আলাইহিস সালাম)-এর সুন্নাত (রীতিনীতি)।তাঁকে আবারো জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসুল! (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এতে আমাদের কি (পূণ্য রয়েছে)? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তরে বললেন, ‘(কুরবানির জন্তুর) প্রতিটি লোমের পরিবর্তে নেকি রয়েছে।’তাঁরা আবারো জিজ্ঞাসা করলেন, পশম বিশিষ্ট পশুর বেলায় কি হবে? (পশুরতো পশম অনেক বেশি)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পশমওয়ালা পশুর প্রতিটি পশমের পরিবর্তেও একটি করে নেকি রয়েছে। (মুসনাদে আহমদ, ইবনে মাজাহ, মিশকাত)আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে উল্লেখিত সাওয়াব লাভে কুরবানি আদায় করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/আরআইপি

Advertisement