খেলাধুলা

গার্দিওলার সিটিকে পেলেন মেসিরা

২০১৪ ও ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগের ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। আসরটির শেষ ষোলো থেকে ইংল্যান্ডের ক্লাবটিকে বিদায় করেছিলেন মেসিরা। এবার গ্রুপপর্বেই পেপ গার্দিওলার সিটিকে পেল বার্সা। শুক্রবার চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হয় মোনাকোতে। সেই ড্রয়ে থাকা ‘সি` গ্রুপে বার্সা-ম্যানসিটির সঙ্গে রয়েছে স্কটল্যান্ডের সেল্টিক ও জার্মানির বরুশিয়া মনচেংলাদবাখ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ রয়েছে ‘এফ’ গ্রুপে। লস ব্লাঙ্কসরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড, স্পোর্টিং লিসবন ও লেগিয়া ওয়ারসকে।এদিকে, ‘ডি’ গ্রুপে থাকা বায়ার্ন মিউনিখ লড়বে আটলেটিকো মাদ্রিদ, পিএসভি, রোস্তভের বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লেস্টার সিটির তিন প্রতিপক্ষ পোর্তো, ক্লাব ব্রুগে, এফসি কোপেনহেগেন।এবার একনজরে দেখে নেয়া যাক কোন দল কোন গ্রুপে এবং কে কার প্রতিপক্ষ:‘এ’ গ্রুপ : পিএসজি, আর্সেনাল, এফসি বাসেল, লুদোগোরেতস রাজগার্দ‘বি’ গ্রুপ : বেনফিকা, নাপোলি, দিনামো কিয়েভ, বেসিকতাস‘সি’ গ্রুপ : বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বরুশিয়া  মনচেংলাদবাখ, সেল্টিক‘ডি’ গ্রুপ : বায়ার্ন মিউনিখ, আটলেটিকো মাদ্রিদ, পিএসভি, রোস্তভ‘ই’ গ্রুপ : সিএসকেএ মস্কো, বেয়ার লেভারকুসেন, টটেনহাম হটস্পারস, মোনাকো‘এফ’ গ্রুপ: রিয়াল মাদ্রিদ, বরুশিয়া ডর্টমুন্ড, স্পোটিং লিসবন ও লেগিয়া ওয়ারস।‘জি’ গ্রুপ: লেস্টার সিটি, পোর্তো, ক্লাব ব্রুগে, এফসি কোপেনহেগেন‘এইচ’ গ্রুপ : জুভেন্টাস, সেভিয়া, লিওঁ, দিনামো জাগরেভএনইউ/এমএস

Advertisement