রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ ২১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। একইসঙ্গে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।হাবিব-উন-নবী খান সোহেল ছাড়াও মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- জাতীয়তাবাদী যুব দলের সেক্রেটারি সাইফুল ইসলাম নিরব, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু ও শফিউল বারী বাবু। মামলায় ছাত্রদলের সভাপতি রাজিব আহসানসহ ১৪ জন জামিনে রয়েছেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ১১ জানুয়ারি বিএনপির হরতাল অবরোধ চলাকালে পল্টন থানাধীন হোটেল অর্চাড এর সামনে ভিআইপি রোড়ে আসামিরা ককটেল বিস্ফোরণ করে। এ ঘটনায় পল্টন থানার এএসআই জিয়ারুল হক বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।২০১৬ সালের ৭ মার্চ পল্টন থানার উপ-পরিদর্শক ওয়াহেদুজ্জামান বিএনপির বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, জাতীয়তাবাদী যুব দলের সেক্রেটারি সাইফুল ইসলাম নিরব, বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, শফিউল বারী বাবু, ছাত্রদলের সভাপতি রাজিব আহসানসহ ৩৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।জেএ/আরএস/আরআইপি
Advertisement