ধর্ম

বাইতুল্লায় তাওয়াফ শুরু করতে যে দোয়া পড়া উত্তম

বাইতুল্লাহ তাওয়াফকারীদের জন্য আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে রহমত বর্ষণ করেন। হজের কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে এবং পরে পবিত্র নগরী মক্কায় গমনকারী হাজিগণ সবচেয়ে বেশি তাওয়াফ করে থাকেন। এ তাওয়াফের সাওয়াবও অত্যাধিক। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে তাওয়াফের শুরুতে পড়ার একটি উত্তম দোয়া রয়েছে। যা তুলে ধরা হলো-উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইমানান বিকা, ওয়া তাসদিক্বান বি-কিতাবিকা ওয়া ওয়াফাআন বি-আ’হদিকা ওয়া ইত্তিবাআ’ন লিসুন্নাতি নাবিয়্যিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।’অর্থ : হে আল্লাহ! আপনার প্রতি ঈমান আনয়নপূর্বক এবং আপনার কিতাবের প্রতি বিশ্বাস স্থাপনপূর্বক, আপনার নির্দেশ পালনের উদ্দেশ্যে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাতের অনুসরণ করে এ কর্তব্য পালন করছি।আল্লাহ তাআলা বাইতুল্লাহর জিয়ারাতকারী প্রত্যেককেই প্রথম তাওয়াফের সময় এ দোয়া করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/আরআইপি

Advertisement