তথ্যপ্রযুক্তি

এলটিই প্রযুক্তি পরীক্ষা করলো হুয়াওয়ে

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর বাংলালিংকের প্রধান কার্যালয় ‘টাইগার্স ডেন’-এ সম্প্রতি বিশ্বের হালানাগাদ প্রযুক্তি লং টার্ম ইভোল্যুশন (এলটিই) তথা চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সেবা (ফোরজি) পরীক্ষা করেছে বিশ্বখ্যাত আইসিটি সল্যুশনস সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে।শনিবার হুয়াওয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের ভিশন ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের পথে আরেক ধাপ এগিয়ে রাখতেই এই পরীক্ষার আয়োজন।বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষার ফলাফল বেশ সন্তোষজনক। ফোরজি প্রযুক্তির পরীক্ষার সময় ডাউনলোড স্পিড ৬০ মেগাবাইটেরও বেশি পাওয়া গেছে।এ প্রসঙ্গে হুয়াওয়ে টেকনোলোজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাওফু বলেন, “বাংলালিংকের প্রধান কার্যালয়ে ফোরজি পরীক্ষা সম্পন্ন করতে পেরে আমরা সন্তুষ্ট। আগামীর ডিজিটাল জীবনধারায় মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার এ পথচলায় যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।”বাংলালিংকের চিফ টেকনোলজি অফিসার সঞ্জয় ভাঘাশিয়া বলেন, “নতুন ফোরজি প্রযুক্তি দেশের মানুষের জীবনধারায় ব্যাপক পরিবর্তন আনবে বলে আমি বিশ্বাস করি। বাংলালিংকের ডিজিটাল সার্ভিস গ্রাহকদের কাছে আরো কার্যকরভাবে পৌঁছানোর ক্ষেত্রে ফোরজি নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”হুয়াওয়ে টেকনলোজিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝাও হাওফু এবং বাংলালিংকের চিফ টেকনোলজি অফিসার সঞ্জয় ভাঘাশিয়া ছাড়াও পরীক্ষার সময় উপস্থিত ছিলেন বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস।বিএ/এবিএস

Advertisement