রাষ্ট্রীয় পর্যায়ে জি টু জি পদ্ধতিতে রাশিয়া ও কানাডা থেকে ৬০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করবে সরকার। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সভায় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রমুখ। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, রাষ্ট্রীয় পর্যায়ে জি টু জি পদ্ধতিতে রাশিয়া ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির অধীনে ১ম লটের ৩০ হাজার মে. টন এমওপি সার আমদানির প্রস্তাবে সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির। এতে ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৫৯ লাখ ৭৬ হাজার টাকা। অনুরূপ কানাডা থেকে ৩০ হাজার মে. টন এমওপি সার আমদানির প্রস্তাবে সুপারিশ করেছে কমিটি। এতে ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৬০ লাখ টাকা। এছাড়া জি টু জি পদ্ধতিতে ২০১৬ সালের নেগোসিয়েশনকৃত পরিমাণের ৫০ শতাংশ হিসেবে আমদানিকৃত পরিশোধিত জ্বালানি তেলের পরিমাণ ও মূল্য (প্রিমিয়ামসহ) ক্রয়ের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা কমিটি। সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে কেপিসি (কুয়েত), পিটিএলসিএল (মালয়েশিয়া), ইএনওসি (আরব-আমিরাত), প্রেট্রোচীনা (চীন), প্রেট্রোলিমেক্স (ভিয়েতনাম), পিটিটিটি (থাইল্যান্ড) উল্লেখযোগ্য। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এর অধীনে রাজশাহী অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের জন্য ২৬ হাজার ৩৮৯টি ১২ মিটারের এসপিএল পোল ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে কমিটি। এটি বিউবোর নিজস্ব প্রতিষ্ঠান বাস্তবায়ন করবে। যার ব্যয় ৭৭ কোটি ৫৪ লাখ টাকা ধরা হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব। এমইউএইচ/জেএইচ/এমএস
Advertisement