আন্তর্জাতিক

হজের আগে ৬ লাখেরও বেশি হজযাত্রী মদিনা পরিদর্শন করবেন

আগামী ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র হজ পালনের আগে ছয় লাখেরও বেশি হজযাত্রী মদিনাতে হজরত মোহাম্মদ (স.) এর কবর জিয়ারত ও মসজিদে নামাজ আদায় করবেন বলে আশা করছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।বৃহস্পতিবার থেকে হজযাত্রীরা মদিনাতে আগমন শুরু করেছেন। ওইদিন মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করেন তারা। সৌদি থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক সাউদি গেজেট হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র হাকিম কাদিরের বরাত দিয়ে এ তথ্য জানায়।সূত্র জানায়, মদিনা প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দরে আগতদের স্বাগত জানাতে ১১টি লাউঞ্জ ও ৪২ দেশের কাউন্টার খোলা হয়েছে। হাজিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে মাজার জিয়ারতসহ সার্বিক কার্যক্রমের সুযোগ করে দিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গাইডরা কাজ করছেন।হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র হাকিম কাদিরের বরাত দিয়ে বলা হয়, গত বছরের সমপরিমাণ হজযাত্রী এ বছর পবিত্র হজ পালন করবেন। মক্কার গ্রান্ড মসজিদে সম্প্রসারণ কার্যক্রমের কারণে ২০১৩ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীর সংখ্যা কমানো হয়েছে।এমইউ/বিএ

Advertisement