আন্তর্জাতিক

নতুন সংবিধানের জন্য থাইল্যান্ডে গণভোট

নতুন সংবিধানের জন্য থাইল্যান্ডে গণভোট চলছে। দেশের সেনাবাহিনীর নিযুক্ত এক কমিটি সংবিধানটি লিখেছে। গণভোটে নতুন সংবিধানটি অনুমোদন পেলে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবে বলে দাবি করছে ক্ষমতাসীন সেনাবাহিনী। খবর বিবিসির। তবে প্রস্তাবিত সংবিধানকে গণতন্ত্রবিরোধী বলছে বিরোধীরা। সংবিধানের সব ধারা সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানে না। এসব বিষয়ে যথেষ্ট প্রচারণা চালানো হয়নি বলে অভিযোগ করেছে বিরোধী দলের সদস্যরা। বিরোধীদের কথার সঙ্গে একমত প্রকাশ করে অনেক থাই নাগরিক জানিয়েছেন যে, তারা আসলেই নতুন সংবিধান সম্পর্কে তেমন কিছুই জানেন না।এর আগে ২০১৪ সালে প্রধানমন্ত্রী ইংলাক শিনাওয়াত্রার বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছিল সাধারণ নাগরিকরা। ফলে সেসময় দেশের ক্ষমতা দখল করে আগের সংবিধান বাতিল করে দেয় সেনাবাহিনী। সম্প্রতি থাইল্যান্ডকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গণভোটের আহ্বান জানানো হয়। পরে সেনাবাহিনীর একটি বিশেষ কমিটির উদ্যোগে চলতি বছরের মার্চ মাসে একটি খসড়া সংবিধান প্রকাশ করা হয়। স্থানীয় সময় রাত ৯টার পর গণভোটের ফল প্রকাশ করা হবে বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। টিটিএন/এমএস

Advertisement