মতামত

হজযাত্রা নির্বিঘ্ন করুন

হজ সামর্থ্যবান মুসলমানের জন্য ফরজ। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক হজযাত্রী পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরবে যান। এবারো ৪০১ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইট। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পাঁচ মিনিটে বিমানের বিজি-১০১১ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ঢাকা ত্যাগ করে। এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান আজ বিমানবন্দরে উপস্থিত থেকে হজ ফ্লাইট উদ্বোধন করেন। হজ ফ্লাইটে শিডিউল বিপর্যয় রোধসহ সকল হজযাত্রী যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারে সেটি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।এবার এক লাখ এক হাজার ৭৫৮ জন বাংলাদেশি হজ করার সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি। বাকি ৯১ হাজার ৭৫৮ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ ২৮১টি ফ্লাইট পরিচালিত হবে। চলতি হজ মৌসুমে ৪ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত শিডিউল ফ্লাইটসহ মোট ১৪৪টি হজ ফ্লাইট যাত্রীদের নিয়ে যাবে। আর ১৭ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ফিরতি হজ ফ্লাইট থাকবে ১৩৭টি।হজব্রত পালন করতে গিয়ে হজযাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার হতে না হয় সেটি নিশ্চিত করতে হবে। বিশেষ করে ফ্লাইটের শিডিউল বিপর্যয় রোধ করতে হবে যে কোনো মূল্যে। হজযাত্রীরা যেন সময়মত সৌদি আরব পৌঁছাতে এবং হজব্রত পালন শেষে আবার ফিরে আসতে পারেন সেটিও দেখতে হবে। হজ এজেন্সিগুলো যেন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে সেটিও নিশ্চিত করতে হবে। বাংলাদেশ থেকে দিন দিন হজযাত্রীর সংখ্যা বাড়ছে। এটা আশার কথা। এবছর হজ পালনের জন্য নিবন্ধন করেও অনেকে যেতে পারেন নি। তারা আগামীবছর অগ্রাধিকার পাবেন বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। যারা হজব্রত পালন করতে যান তাদের অধিকাংশই বয়সে প্রবীণ। এদের যেন কোনো ধরনের কষ্ট না হয় সেটি নিশ্চিত করতে হবে। মোটকথা হজব্যবস্থাপনায় সার্বিক একটি শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত জরুরি। এইচআর/আরআইপি

Advertisement