ক্যাম্পাস

চট্টগ্রাম কলেজে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সঙ্গে বহিরাগত ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম ও এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইলিয়াস সরকার। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির অনুসারীদের সঙ্গে নগর যুবলীগ নেতা টিনুর অনুসারীর মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। বর্তমানে নুরুল আজিম রনির অনুসারীরা ক্যাম্পাসে অবরুদ্ধ হয়ে আছেন।ছাত্রলীগ সূত্র জানায়, সকালে কোনো কারণ ছাড়াই বহিরাগত যুবলীগ নেতা টিনুর অনুসারীরা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উপর হামলা চালায়। এসময় টিনুর অনুসারীরা ককটেলও বিস্ফোরণ ঘটায়। কলেজ ছাত্রলীগ নেতাকর্মীরা প্রতিবাদ করলে টিনুর অনুসারীরা তাদের ক্যাম্পাসের ভিতরে অবরুদ্ধ করে রাখে।চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম অবরুদ্ধ আছে জানিয়ে বলেন, ‘টিনুসহ বহিরাগত সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালায়। আমরা প্রতিবাদ করতে চাইলে আমাদের দিকে ককটেল ছুড়ে মারে। এসময় এক শিক্ষার্থী গুরুতর আহত হন।’বর্তমানে তারাসহ অনেক শিক্ষার্থী ক্যাম্পাসের ভিতরে অবরুদ্ধ হয়ে আছেন এবং বাইরে গুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে জানান মাহমুদুল করিম।এ ব্যাপারে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, ‘ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করতে বারবার চট্টগ্রাম কলেজে বহিরাগতরা হামলা চালাচ্ছে। অামরা এটি নিয়ে পুলিশ প্রশাসনকে স্মারকলিপি দিয়েছি কিন্তু আজও পর্যন্ত তারা ব্যবস্থা নেয়নি।’নগরীর চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) কামাল বলেন, ‘দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে দুজন আহত হওয়ার খবর পেয়েছি।’জীবন মুছা/বিএ/পিআর

Advertisement