আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বন্যায় ৪ জনের মৃত্যু

পশ্চিমবঙ্গে আকস্মিক বন্যায় ৪ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে প্রায় ৫৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় আলিপুরদুয়ার, জলপাইগুঁড়ি এবং কোচবিহার জেলার হাজার হাজার মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। খবর এনডিটিভির।রাজ্যের প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী জাভেদ খান বলেছেন, গত ২৪ ঘণ্টায় তিন জেলার ১৫০টি গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে। প্রাকৃতিক দুর্যোগে চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫৮ হাজার মানুষ। দুর্যোগ বিভাগের সচিব এস সুরেশ কুমার জানিয়েছেন, বন্যার সময় পানিতে ডুবে, দেয়াল ধসে বা সাপের কামড়ে চারজনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে জলপাইগুঁড়ি জেলায় রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে-কালচিনি, চিতমহল, কুমারগ্রাম, ফুলবাড়ি এবং দাবগ্রাম। টিটিএন/এমএস

Advertisement