ভারতের কর্নাটক অঙ্গরাজ্যের নিম্নবর্ণের হিন্দু পরিবারের সদস্যরা গরুর মাংস খেয়েছেন এমন সন্দেহে তাদের ওপর হামলা চালিয়েছে হিন্দু ডানপন্থী গোষ্ঠী বজরঙ্গ দল। কর্নাটক রাজ্যের চিকমাগালুরে এ ঘটনা ঘটেছে।স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় রোববার। বজরঙ্গ দলের ৪০ থেকে ৫০ সদস্য ওই হামলা চালায়। এতে পরিবারটির তিন সদস্য গুরুতর আহত হয়। এ ঘটনার পর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।কর্নাটক সাম্প্রদায়িক সম্প্রীতি ফোরাম নামে একটি সংগঠন পুলিশের কাছে ওই অভিযোগ দায়ের করেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক বলেছেন, এ ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হলেও পরে তারা জামিনে ছাড়া পেয়েছেন। গত মাসে ভারতের গুজরাট রাজ্যের উনা শহরে স্বঘোষিত গো-রক্ষক গোষ্ঠীর লোকরা চারজন দলিত সম্প্রদায়ের ট্যানারি শ্রমিককে প্রকাশ্যে মারধর করে। গত বছর উত্তর প্রদেশে একটি মুসলিম পরিবারে গরুর মাংস খাওয়া এবং রাখার গুজব ছড়িয়ে মোহাম্মদ আখলাক নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়।এসআইএস/এবিএস
Advertisement