অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার নির্বাচন আগামী ৪ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় জমজমাট নড়িয়া পৌরসভা। প্রার্থীরা ভোর থেকে ভোট চাইতে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে প্রতীক দেখে নয়, সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করার কথা ভাবছেন সাধারণ ভোটাররা। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। আওয়ামী লীগ প্রার্থী সিরাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হয়েছেন প্রয়াত মেয়র হায়দার আলীর ছেলে কামরুল হাসান ও মাহমুদুল হাসান, এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন শহীদুল ইসলাম বাবু রাড়ি, মো. সাইদুজ্জামান ও আক্তার হোসেন। এদিকে ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচন করবেন ১৭ হাজার ১শ ৬৬ জন ভোটার।পৌরসভার প্রত্যেকটি বাড়ি, হাঁট-বাজারসহ রাস্তার উপর ঝুলছে প্রার্থীদের সাদ-কালো ব্যানার-পোস্টার। মার্কার প্রচার প্রচারণা এখানে সেখানে। প্রথমবারের মতো দলীয় প্রতীকে ভোট হচ্ছে। তাই এবার পৌরসভার নির্বাচনী আমেজটাও একটু বেশি। জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থীগণ। এদিকে, নড়িয়া পৌরসভা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা সমালোচনার শেষ নেই। উঠান বৈঠক থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত সর্বত্রই একই আলোচনা, কে হবেন মেয়র। উল্লেখ্য, নড়িয়া পৌরসভার মেয়র হায়দার আলী গত ১৮ এপ্রিল মৃত্যুবরণ করলে মেয়রের পদ শুন্য হওয়ায় ৪ আগস্ট পৌরসভার নির্বাচনের দিন নির্ধারণ করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জালাল আহম্মেদ জানান, আগামী ৪ আগস্ট আনন্দমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে নড়িয়া পৌরসভার ভোটগ্রহণ শেষ করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হচ্ছে। ছগির হোসেন/এফএ/এমএস
Advertisement