সরকারি ব্যবস্থাপনায় চলতি বছর হজ গমনেচ্ছুদের দেখভালের জন্য একশ’ সরকারি হজ গাইডের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়। সম্প্রতি বায়তুল মোকাররম মসজিদে ইসলামি ফাউন্ডেশনের সভাকক্ষে দুই শতাধিক আবেদনকারীর দুদিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে নিয়োগ কমিটির সুপারিশে মঙ্গলবার চূড়ান্তভাবে নির্বাচিত ১শ’ সরকারি হজ গাইডের তালিকা ঘোষণা করা হয়। প্রতি ৪৫ জন হজযাত্রী দেখভালের জন্য সরকারিভাবে একজন করে গাইড নির্বাচিত করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর চলতি বছরের হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজ গাইডরা সরকারি ব্যবস্থাপনাধীন হজযাত্রীদের গাইড করা ও মিনা, আরাফা, মুজদালিফা ও অন্যান্য স্থানে গাইড করবেন। সরকারি হজ গাইডদের সমন্বয়কারীর ভূমিকা পালন করবেন যুগ্মসচিব (হজ)।একে/এমএস
Advertisement