দেশজুড়ে

ফতুল্লায় স্কুলছাত্রকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে নিখোঁজের একদিন পর স্কুলছাত্র রাফিনের (১১) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতের পরিবারের অভিযোগ রাফিনের সহযোগীরা পানিতে চুবিয়ে তাকে হত্যা করেছে।সোমবার দুপুরে বক্তাবলী নৌ-ফাঁড়ি পুলিশের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাফিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।  নিহত রাফিন রাজাপুর এলাকার দুবাই প্রবাসী সুলতান মিয়ার ছেলে। সে কানাইনগর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত।পরিবারের বরাত দিয়ে বক্তাবলী নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক জানান, রোববার বিকেলে বক্তাবলী বাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে রাফিন ও তার সহযোগীরা গোসল করছিল। এসময় ওয়াহিদ নামে তার এক সহযোগী পটেটো চিপস নিয়ে বাজি ধরে। রাফিন বাজিতে জিতলেও ওয়াহিদ চিপস দিতে রাজি হয়নি।  এতে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ওয়াহিদ উত্তেজিত হয়ে রাফিনকে পানিতে চুবিয়ে রাখলে সে নিখোঁজ হয়। পরে রাফিনের পরিবার পুলিশের কাছে অভিযোগ করলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এক ঘণ্টা চেষ্টার পর রাফিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় রাফিনের নানা মজিবুর রহমান একটি হত্যা মামলা দায়েরের জন্য লিখিত অভিযোগ করেছেন বলেও জানান, এসআই আব্দুর রাজ্জাক।মো: শাহাদাত হোসেন/এএম/এবিএস

Advertisement