সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হতে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিতে পারেন। ৯০তম ব্যাচে সিপাহী (জিডি) পদে ভর্তির লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজিবি। আগ্রহীরা আগামী ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত এসএমএস পাঠানোর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)পদের নাম: সিপাহী (জিডি), পুরুষ ও নারীশিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় কমপক্ষে ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। বয়স: ০৮ জানুয়ারি ২০১৭ তারিখে ১৮-২৩ বছর। শারীরিক যোগ্যতা:পুরুষ: উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৮৯৫ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩২ ইঞ্চি এবং স্ফীত ৩৪ ইঞ্চি। মহিলা: উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি এবং স্ফীত ৩০ ইঞ্চি। উপজাতি পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৪৭.১৭৩ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং স্ফীত ৩২ ইঞ্চি। উপজাতি মহিলা: উচ্চতা ৫ ফুট, ওজন হতে হবে ৯৬ পাউন্ড। দৃষ্টিশক্তি: ৬/৬ থাকতে হবে। বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। শর্ত: পুরুষ ও মহিলা উভয়কে সাঁতার জানতে হবে। ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত ও কম্পিউটারে দক্ষদের অগ্রাধিকার। বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা। এ ছাড়া ভাতাসহ অন্যান্য সুবিধা রয়েছে।যেভাবে রেজিস্ট্রেশন করবেনটেলিটক মোবাইলের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে HSC Board KeywordHSC RollPassYearSSC Board KeywordSSC RollPassYearHome District CodeUpazilla Name লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। তাৎক্ষণিক তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের ফিরতি এসএমএসে একটি পিন (PIN) নম্বর পাঠানো হবে। প্রাপ্ত পিন নম্বরসহ BGBYESPIN NumberContact Mobile Number লিখে পুনরায় ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। দ্বিতীয় এসএমএস পাঠানোর সময় মোবাইলে পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং এসএমএস চার্জসহ মোট ১৬০ টাকা ব্যালেন্স থাকতে হবে। আবেদন ফি কেটে রেজিস্ট্রেশন নম্বরসহ একটি কনফারমেশন এসএমএস পাঠানো হবে। রেজিস্ট্রেশন নম্বরসহ এসএমএসটি সংরক্ষণ করতে হবে।বিস্তারিত জানতে: ভর্তি সংক্রান্ত কোনো তথ্য জানতে www.bgb.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।সূত্র: কালের কণ্ঠ, ১৮ জুলাই ২০১৬এসইউ/এমএস
Advertisement