খেলাধুলা

ক্লাবের চাপে কমে গেল পেশাদার লিগের ভেন্যু

বাংলাদেশের ফুটবলে ক্লাবগুলোর চাওয়াই যেন সব। তাদের যখন মন চাইবে খেলবে যখন মন চাইবে খেলবেনা। এ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেরও (বাফুফে) কোন চিন্তা নেই। ক্লাবের কথাতেই উঠতে বসতে হরহামেশাই দেখা গিয়েছে তাদের। আরো একবার এমন পরিস্থিতির সম্মুখীন হল বাংলাদেশ ফুটবল। ক্লাবের চাওয়াতেই পেশাদার লিগের ভেন্যু কমিয়ে ফেলার অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। মূলত শেখ জামাল, মোহামেডান, আরামবাগ এবং মুক্তিযোদ্ধা ক্লাব জোট বেঁধে দাবি তোলে সাতটির বদলে চারটি ভেন্যুতে লিগের ম্যাচ দেওয়ার। সেটিকে সমর্থন জানিয়ে লিগ কমিটি ভেন্যু কমিতে চারে নিয়ে আসলো। ফলে ঢাকার বাইরে খেলা হবে শুধু চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহে। বাদ পড়তে যাচ্ছে বরিশাল, রাজশাহী এবং গোপালগঞ্জ। এক রাউন্ডের পরিবর্তে প্রতি ভেন্যুতে এখন একসঙ্গে অন্তত দুটি রাউন্ড হবে। মূলত ঢাকার বাইরে বেসি ভ্রমণ নিয়ে আপত্তি তোলে ক্লাবগুলো। নিরাপত্তার বিষয়টাও আনা হয়েছে সভায়। সূচি দেখে অনেকেই বলেছে চট্টগ্রামে ম্যাচ শেষে চার দিন পর সিলেটে খেলা সম্ভব নয়। সিলেট থেকে বরিশাল যাওয়া-আসার মাঝখানে সময়ও কম। এসব কিছু বিবেচনা করেই বাফুফের লিগ কমিটি ভেন্যু কমিয়ে আনে। আরআর/এমএস

Advertisement