শিশু জিহাদের কথা নিশ্চয়ই পাঠকের মনে আছে। বন্ধুদের সঙ্গে খেলার সময় হঠাৎ করে পা ফসকে ওয়াসার একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে যায় সাড়ে তিন বছর বয়সী জিহাদ। অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক এই ঘটনাটি ঘটে রাজধানী ঢাকার শাহজাহানপুরের রেলওয়ে কলোনি এলাকায় অবস্থিত মৈত্রী সংঘ মাঠের নিকট। ওই পাইপটি ছিল সংকীর্ণ। ফলে তাকে উদ্ধার করা কঠিন হয়ে পড়ে। ফায়ার সার্ভিস, ওয়াসা ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দীর্ঘ ২৩ ঘণ্টা সময় ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে। তবে তাকে বাঁচানো যায়নি। ২০১৪ সালের মর্মান্তিক এই ঘটনা নাড়া দিয়ে যায় সব মহলে। এরপর থেকে আশা করা গিয়েছিল নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবা হবে। কাউকে আর এ ধরনের বিপদে পড়তে হবে না। কিন্তু দুই বছর পরও অবস্থার খুব একটা হেরফের হয়নি। শিশু সানজিদা আক্তারের মৃত্যু এটাই প্রমাণ করে। কিন্তু এভাবে তো চলতে পারে না। একটি দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে সে অনুযায়ী ব্যবস্থা নেয়াই যুক্তিযুক্ত। কিন্তু সেটা যখন হয় না তখনই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। প্রশ্ন হচ্ছে শিশু সানজিদা আক্তারের মৃত্যুর দায় নেবে কে?গতকাল বুধবার বেলা দেড়টার দিকে শিশু তামিমের সঙ্গে খেলতে গিয়ে সানজিদা পানিতে ডুবে যায়। খবর পেয়ে ডুবুরিরা বেলা ৩টার দিকে উদ্ধার অভিযান শুরু করলেও রাত ১২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আবর্জনা ও স্রোতের কারণে সমস্যা হওয়ায় রাতে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। আজ সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। অবশেষে সকাল ৯টা ৫০ মিনিটে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরিবারের সঙ্গে মহাখালীর দক্ষিণ পাড়ার ৭৩/১২ নম্বর বাসায় থাকতো সানজিদা। এই বাসা ঘেঁষে আরজতপাড়া থেকে নিকেতন পর্যন্ত গেছে প্রায় চার কিলোমিটার দীর্ঘ একটি পয়োনিষ্কাশন নালা। নালাটি প্রস্থে অন্তত ১০ ফুট। এই নালায়ই পড়ে যায় সানজিদা। পয়োনিষ্কাশন নালাটির মহাখালী বাসস্ট্যান্ডের পেছন থেকে নিকেতন পর্যন্ত অংশে কোনো ঢাকনা নেই। ২০১২ সালের শেষ দিকে নালাটি তৈরির সময় বলা হয়েছিল ঢাকনা দেওয়া হবে। কিন্তু আজও তা হয়নি। নালাটিতে ঢাকনা থাকলে হয়তো এ দুর্ঘটনা ঘটতো না। নিরাপত্তার দিকটিতে অবহেলার চূড়ান্ত নিদর্শন হচ্ছে এটি।বলা হয় সবার আগে নিরাপত্তা। কিন্তু পদে পদে সেটি লঙ্ঘন করা হয়। কাউকে কোনো দায় নিতে হয় না বলে ঘটনার পুনরাবৃত্তি চলতেই থাকে। অসতর্কতা ও কর্তব্যকর্মে ঔদাসীন্য কী মর্মান্তিক পরিণতি ডেকে আনতে পারে তার উদাহরণ শিশু জিহাদের মৃত্যু। এখান থেকে শিক্ষা নিলে হয়তো সানজিদাকে হারাতে হতো না। কিন্তু এরপরও কি কর্তৃপক্ষের টনক নড়বে না?এইচআর/আরআইপি
Advertisement