জাতীয়

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

জাতির উদ্দেশে ভাষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ইফতারের পর তার ভাষণ টেলিভিশনে প্রচার করা হবে। শনিবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আসিফ কবির জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।জানা গেছে, গুলশান-২ এর ৭৯ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার পর কমান্ডো অভিযানের মধ্যে দিয়ে জিম্মি পরিস্থিতির রক্তাক্ত অবসানের পর জাতির সামনে বক্তব্য দিকে আসছেন তিনি।ঢাকার কূটনীতিকপাড়ার রেস্টুরেন্টে জঙ্গিদের হানা দেয়ার ১২ ঘণ্টা পর কমান্ডো অভিযানে মারা পড়েছে হামলাকারীরা, উদ্ধার হয়েছেন ১৩ জন।শনিবার সকালে কমান্ডো অভিযানে জঙ্গিদের হত্যা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর বিকেলে লাশগুলো বের করা হয় ক্যাফের ভেতর থেকে।এর আগে দুপুরে আইএসপিআরের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কমান্ডো অভিযানের আগে রাতেই হামলাকারীরা ২০ বিদেশি জিম্মিকে ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করে। কমান্ডো অভিযানে থাকা সামরিক বাহিনী শুধু বিদেশিদের তথ্য জানালেও বাংলাদেশি তিনজনও নিহতদের মধ্যে রয়েছেন বলে তাদের পরিবার দাবি করেছে।সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেছিলেন, মৃতদেহগুলোকে প্রচলিত নিয়ম মেনে সম্মিলিত সামরিক হাসপাতালে ময়নাতদন্ত করা হবে।এমএম/এমইউএইচ/এসকেডি/এবিএস

Advertisement