জাতীয়

২০ জনকে হত্যার দাবি আইএসের

রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত হলি আর্টিসান রেস্টুরেন্টে গোলাগুলি, জিম্মি নাটক এবং হতাহতের ঘটনায় দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটও (আইএস)।সংগঠনটি ২০ জনকে হত্যার দাবি করেছে। আইএসের মুখপাত্র আমাক-এর বরাত দিয়ে টুইটারে দেয়া এক পোস্টে এ তথ্য জানায় সাইট ইন্টেলিজেন্স।সাইট ইন্টেলিজেন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, দি হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস এবং বিবিসি বাংলাও এই খবর প্রকাশ করেছে। এনডিটিভি জানিয়েছে দুই বিদেশিকে হত্যা করা হয়েছে।এর আগে এ ঘটনায় প্রথম দায় স্বীকার করে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা (একিউআইএস)-এর সংগঠন আনসার আল ইসলাম। শুক্রবার রাত ১১টায় এক টুইট বার্তায় এ দায় স্বীকার করে সংগঠনটি।তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম নিহত হয়েছেন।শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশান-২ এর ৭৯ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে ৮ থেকে ১০ জন যুবক অতর্কিত হামলা চালায়। এরপর তারা ওই রেস্টুরেন্টে থাকা লোকজনকে জিম্মি করে। জিম্মিদের অন্তত ২০ জন বিদেশি নাগরিকসহ ৩০-৩৫ জন আছেন বলে ধারণা করা হচ্ছে।রাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুতিতে নিতে শুরু করেন। ভোর ৫টার দিকেই তাদের প্রস্তুতি শেষ হয়। পরে আশপাশে অবস্থান নেয়া সংবাদকর্মীদের সরিয়ে দেয়।এআর/জেইউ/বিএ

Advertisement