দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

ঠাকুরগাঁও সদর উপজেলা বেগুনবাড়ি ইউপি নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগসহ উভয়পক্ষের ১১ জন আহত হয়েছেন। এ ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্তরা জানান, নির্বাচনকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট বাজারে বিজয়ী ও পরাজিত প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় স্থানীয় বিভিন্ন দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ওই এলাকার বেশ কয়েকটি দোকানের মালামাল ও আসবাবপত্রের ব্যাপক ক্ষতি হয়। এসময় আহত হন অন্তত ১১ জন। এদের মধ্যে চারজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। দানারহাট এলাকার মমিনুল ইসলাম, মজিবর রহমান, জাহাঙ্গীর আলমসহ কয়েকজন জানান, আমরা চরম অশান্তির মধ্যে আছি। রাজনৈতিক কোন্দলের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রতিনিয়ত এলাকায় সংঘর্ষ লেগেই আছে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তবে থানায় মামলা করার সাহস পাচ্ছি না আমরা। ফায়ার সার্ভিসের ইনচার্জ ফসির উদ্দিন জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় নির্বাচনের আগে ও পরে এ পর্যন্ত চারবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সোমবারের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।রবিউল এহসান রিপন/এআরএ/আরআইপি

Advertisement